যুবদল সভাপতির দাবি, সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড পরিকল্পিত

ছবি: সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ জুন ২০২২ | ১০:২৩ | আপডেট: ১০ জুন ২০২২ | ১০:২৩
পরিকল্পিতভাবে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু। অগ্নিকাণ্ডে দগ্ধ রোগীদের জন্য শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম মহানগর যুবদল আয়োজিত খাবার, ফল ও ওষুধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে সীতাকুণ্ডের ওই ডিপো পরিদর্শন করেন তিনি।
যুবদল সভাপতি বলেন, ‘রাতের ভোটের সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ। লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ। তারা দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে সরাতে পরিকল্পিতভাবে ওই ডিপোতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।’
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, সহসভাপতি কামরুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার প্রমুখ।