আবাসিক হোটেল থেকে গ্রেপ্তার ৮ রোহিঙ্গা যুবক

ছবি: পুলিশের সৌজন্যে
নিজস্ব প্রতিবেদক, ফেনী
প্রকাশ: ১১ জুন ২০২২ | ১০:৫০ | আপডেট: ১১ জুন ২০২২ | ১০:৫০
ফেনী শহরের একটি আবাসিক হোটেল থেকে আট রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তারা হলেন- কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয় শিবিরের হামিদ হাসানের ছেলে আবদুস শুক্কুর, নুর আহম্মদের ছেলে আবদুল মন্নান, কবির আহম্মেদের ছেলে এনামুল হক, আবদুস সালামের ছেলে জামাল উদ্দিন, বদি আলমের ছেলে সফি আলম, বালুখালী আশ্রয় শিবিরের আলী হোসেনের ছেলে নবী হোসেন, ফজল আহম্মদের ছেলে নুরুল ইসলাম ওরফে নুরু হোসেন ও আবু সৈয়দের ছেলে মোহাম্মদ ইলিয়াছ।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন জানান, শহরের মহিপাল এলাকার শহীদ শহিদুল্লাহ কায়সার সড়কের ‘গোল্ড স্টার’ নামের একটি আবাসিক হোটেলে রোহিঙ্গা অবস্থান করছে- এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। তিন-চার দিন আগে তারা গোপনে ফেনী এসে ওই হোটেলে অবস্থান নেয়।
ওসি বলেন, তারা আবাসিক হোটেলে অবস্থান করে শহরের বিভিন্ন জায়গায় মাদকদ্রব্য কেনাবেচা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করছিল। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।