স্বামীকে এমপি বানাতে কাজ করবেন শাবানা

মঙ্গলবার দুপুরে কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে স্বামী একেএস ওয়াহিদ সাদিকের বাড়িতে শাবানা
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৪৯ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫১
প্রায় ২০ বছর ধরে সিনেমায় নেই। অভিনয় ছেড়ে কিংবদন্তী তারকা শাবানা চলে গেলেন দেশের বাইরে। লোক চক্ষুর অন্তরালে ছিলেন এতদিন। বহুদিন পর সিনেমার প্রিয় মুখ শাবানাকে দেখা গেলে জনসম্মুখে। স্বামীর নির্বাচনী সভায় যোগ দিলেন তিনি।
মঙ্গলবার দুপুরে কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামে স্বামীর এলাকায় এক সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন শাবানা। যশোর-৬ (কেশবপুর) আসনে সংসদ উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করতে চান শাবানার স্বামী একেএস ওয়াহিদ সাদিক। 'সাদিক ভিলা'র আঙিনায় তৈরি মঞ্চে বসে আগতদের উদ্দেশে শাবানা বলেন, 'আমি শিল্পী মানুষ, শিল্পী হিসেবেই মানুষের মনে বেঁচে থাকতে চাই। তাই প্রধানমন্ত্রী বারবার অনুরোধ করার পরও আমি নির্বাচন না করে আমার স্বামীর পাশে থেকেই তার জন্য নির্বাচনে কাজ করব। আমার স্বামী সংসদ সদস্য নির্বাচিত হলে আমি তার পাশে থেকে এলাকার উন্নয়নে সহযোগিতা করব।'
এ সময় যশোর-৬ (কেশবপুর) আসনে সংসদ উপনির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে নিজের মনোনয়ন শতভাগ নিশ্চিত বলে দাবি করেন একেএস ওয়াহিদ সাদিক। তিনি বলেন, 'প্রতিবছর আমি বাড়িতে এলেও এবার প্রধানমন্ত্রীর নির্দেশে এলাকায় এসেছি। এর আগে প্রধানমন্ত্রী আমাকে বা শাবানাকে এ আসন থেকে সংসদ নির্বাচন করার কথা জানালেও আত্মীয়দের অনুরোধে সদ্য প্রয়াত ভাবি ইসমাত আরা সাদেকের জন্য তা ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে চলে যাই। তাই তার মৃত্যুতে শূন্য আসনে নির্বাচন করার জন্য আমাদের আসা।'
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, 'আল্লাহর রহমতে আমার অনেক ধন-সম্পদ রয়েছে। নির্বাচিত হওয়ার পর সাংবাদিকদের নেতিবাচক কিছু লেখার মতো কোনো কাজ করব না। এলাকার উন্নয়নের স্বার্থে সাংবাদিকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় করব।'
কিংবদন্তি নায়িকা শাবানার স্বামী একেএস ওয়াহিদ সাদিক সদ্য প্রয়াত সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের চাচাতো দেবর।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য আবদুল হালিম। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বড়েঙ্গা গ্রামের প্রাক্তন শিক্ষক আবদুস শহীদ, আওয়ামী লীগ নেতা আবদুল কুদ্দুস, যুবলীগ নেতা আল হেলাল, টিপু সুলতান, সুমন সাদেক প্রমুখ।
কেশবপুরের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক গত ২১ জানুয়ারি মারা যান।
- বিষয় :
- শাবানা
- একেএস ওয়াহিদ সাদিক
- যশোর-৬