ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হাওরে নিখোঁজ তরুণের লাশ মিলল ৫ ঘণ্টা পর

হাওরে নিখোঁজ তরুণের লাশ মিলল ৫ ঘণ্টা পর

তানিম সিদ্দিকী

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২২ | ২২:৩৬ | আপডেট: ১৩ জুন ২০২২ | ২২:৩৬

কুলাউড়ায় হাকালুকি হাওরে ‘নৌকা ডুবে’ নিখোঁজের প্রায় পাঁচ ঘণ্টা পর সোমবার রাত ১১টার দিকে তানিম সিদ্দিকী নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।

তানিম সিদ্দিকী কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল ইসলামের ছেলে। এ বছর ভাটেরা স্কুল অ্যান্ড কলেজ থেকে তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। 

সোমবার রাত প্রায় ১১টার দিকে উপজেলার ভাটেরার হাকালুকি হাওরে খোঁজাখুঁজি করে মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে সোমবার বিকেলে ভাটেরার শাহমীর এলাকায় নৌকা ডুবিতে নিখোঁজ হন তানিম।

নৌকায় থাকা সাহেদ সিদ্দিকী জানান, আমরা ৮ জন ছিলাম নৌকায়। শামির হাওরে আসার পর আচমকাই নৌকাটি ডুবে যায়। পরে ৭ জন সাতার কেটে একটি ব্রিজে উঠি। কিন্তু তানিমকে খুঁজে পাইনি কোথাও।

স্থানীয় সামাদ আজাদ বলেন, ঘটনার পর প্রায় শতাধিক নৌকা দিয়ে এলাকার মানুষ খোঁজাখুজি শুরু করে। কিন্তু তখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। ঘটনার প্রায় ৫-৬ ঘণ্টা পর তানিমের লাশ পাওয়া যায় হাওরে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আমরা লাশের সুরতহাল করবো। কোনো সন্দেহ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×