ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাসচাপায় গেল স্কুলছাত্রের প্রাণ

বাসচাপায় গেল স্কুলছাত্রের প্রাণ

কয়রায়: দুর্ঘটনার পর বাসটি পুড়িয়ে দেয় গ্রামবাসী

 কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ০৪:৩৮ | আপডেট: ১৪ জুন ২০২২ | ০৪:৪১

খুলনার কয়রায় বাসের চাপায় রমজান নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। ঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার বামিয়া এলাকায় কয়রা-খুলনা মহাসড়েক এই দুর্ঘটনা ঘটে। পরে এলাকাবাসী বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহত রমজান উপজেলার বামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান,  স্কুল ছুটির পর ছেলেটি সাইকেলে করে বাড়ি ফিরছিল। এ সময় কয়রা থেকে খুলনাগামী একটি বাস নছিমনকে ওভারটেক করতে গিয়ে ওই সাইকেল আরোহী ওই ছাত্রকে চাপা দেয়। ঘটনার পর স্কুলছাত্ররা বাসটি আটকে রাখে। এ সময় গ্রামবাসী এগিয়ে এলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে বাসটিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কয়রা থানার ওসি এ বি এম দোহা জানান, বাস চাপায় স্কুল ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ বাসটিতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘটনার পর বাসচালক পালিয়ে যান। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×