ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জামালপুরের ৭ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট

জামালপুরের ৭ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট

জামালপুরে একটি কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন- সমকাল

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ জুন ২০২২ | ২১:১৮ | আপডেট: ১৪ জুন ২০২২ | ২১:১৮

জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জের ৭টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। বুধবার সকাল থেকেই ভোটকেন্দ্রের সামনে শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।

ইসলামপুরের ৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৩১ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮৩ জন।

ইসলামপুরের ৬ ইউনিয়নে ৬৬টি ভোটকেন্দ্রের ৩৩০টি ভোট কক্ষে ভোট প্রদান করবেন ১ লাখ ৭২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫১ হাজার ১০০ জন এবং নারী ভোটার ৪৯ হাজার ৬২৯ জন। 

দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নে ১০টি ভোটকেন্দ্রের ৫০টি ভোট কক্ষে ভোট প্রদান করবেন ১৪ হাজার ৩১৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ১৪২ জন এবং নারী ভোটার ৭ হাজার ১৭৩ জন।

৭ ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট প্রদান করছেন ভোটাররা। 

এছাড়া সরিষাবাড়ি উপজেলার মহাদান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচনেও চলছে ভোট গ্রহণ।


আরও পড়ুন

×