ঈশ্বরদীতে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকাবাসী রাস্তায় এসে বিক্ষোভ করেন -সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ০০:৩৪
ঈশ্বরদীতে ট্রাকচাপায় সম্পদ হাসান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার সাকড়েগাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সম্পদ সলিমপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আরিফুল ইসলামের ছেলে। সে চর-মিরকামারী ভাষা শহীদ বিদ্যানিকেতন স্কুলের দশম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী দোকানি উজ্জল জানান, ট্রাকটি ড্রাইভারের পরিবর্তে হেলপার চালাচ্ছিল। ওই ছাত্র সাইকেল চালিয়ে স্কুলে আসার সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ট্রাকটি দ্রুত এলাকা ত্যাগ করে।
এলাকাবাসী সাকরেগাড়ি মোড়ের রাস্তায় এসে ড্রাইভারের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। খবর পেয়ে ঈশ্বরদী থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনার মর্গে পাঠায়।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ট্রাকের চালক ও হেলপারের পরিচয় পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
- বিষয় :
- ঈশ্বরদী
- রাকচাপা
- সড়ক দুর্ঘটনা