যশোরে গাঁজা-ফেনসিডিলসহ অবৈধ ভারতীয় পণ্যসামগ্রী জব্দ, আটক ২

সংবাদে সম্মেলনে বক্তব্য দিচ্ছেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার - সমকাল
যশোর অফিস
প্রকাশ: ১৬ জুন ২০২২ | ০৭:৫৫ | আপডেট: ১৬ জুন ২০২২ | ০৮:২৬
যশোর বেনাপোলের একটি শেডের সামনে থেকে ফেনসিডিল ও গাঁজার একটি বড় চালান জব্দ করেছে পুলিশ। একই সঙ্গে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্যসামগ্রীও জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে জেলা পুলিশ ও ডিবির পৃথক দুটি অভিযানে এসব চালান জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদার তার অফিসে এক সংবাদে সম্মেলনে এসব তথ্য জানান।
তিনি বলেন, বুধবার দিবাগত রাতে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেনের নেতৃত্বে বন্দরের ২২ নম্বর শেডের সামনে ভারতের একটি ট্রাকে অভিযান পরিচালনা করেন। এ সময় ট্রাকটিতে তল্লাশি করে ২১৩ কেজি গাঁজা, ৭৪৯ বোতল ফেনসিডিল, ভারতীয় বিভিন্ন প্রসাধনী সামগ্রী, বাজি এবং ওষধ জব্দ করা হয়। এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অপর এক অভিযানে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকারের নেতৃত্বে একটি দল শার্শা উপজেলার শিকারপুরে অভিযান চালিয়ে ২৭ কেজি গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেন।
আটক দুই মাদককারবারি হলেন- বেনাপোলের রায়পুর গ্রামের আব্দুল মান্নান মোড়লের ছেলে সালাউদ্দিন (৩৫) ও সদরের কৈখালী গ্রামের মকবুল হোসেনের ছেলে আসলাম হোসেন (৪৫)।
পুলিশ সুপার বলেন, জেলায় মাদকবিরোধী অভিযান বৃদ্ধি করা হয়েছে। এর ফলেই পৃথক দুটি অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের মাদকসহ অবৈধ মালামাল জব্দ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
- বিষয় :
- ফেনসিডিল উদ্ধার
- গাঁজা উদ্ধার
- বেনাপোল
- অভিযান
- খুলনা
- যশোর