ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে গেল প্রাণ

ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে গেল প্রাণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ জুন ২০২২ | ০৯:৫০ | আপডেট: ২৩ জুন ২০২২ | ০৯:৫০

দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের জানালা দিয়ে মাথা বের করার পর সিগন্যাল পিলারের আঘাতে এক কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মন্মথপুর স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই কিশোরের পরিচয় পাওয়া যায়নি। সে পঞ্চগড় থেকে সান্তাহারগামী আন্তঃনগর দোলনচাঁপা ট্রেনের যাত্রী ছিল।

এদিকে, এ ঘটনার পর এলাকাবাসী মন্মথপুর স্টেশনে মাস্টার এবং রেলক্রসিংয়ে গেটম্যানের দাবিতে অবরোধ করেন। এ সময় রাজশাহীগামী বাংলাবান্ধা এপপ্রেস ৪০ মিনিট আটকে রাখেন তাঁরা।
পার্বতীপুর স্টেশন মাস্টার শওকত আলী জানান, সকালে ট্রেনটি মন্মথপুর স্টেশনে ঢোকার আগ মুহূর্তে ওই কিশোর জানালা দিয়ে মাথা বের করে। ওই সময় সিগন্যাল পিলারে ধাক্কা লেগে নিচে পড়ে যায় সে। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়েছে। এর আগেও একই স্থানে এভাবে এক যুবকের মৃত্যু হয়েছিল।
দিনাজপুর রেল থানার ওসি এরশাদুল হক ভূঁইয়া জানান, ওই কিশোরের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

আরও পড়ুন

×