ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

জকিগঞ্জে পুলিশ দিচ্ছে রান্না করা খাবার

জকিগঞ্জে পুলিশ দিচ্ছে রান্না করা খাবার

জকিগঞ্জে বন্যার্তদের মাঝে রান্না করা খাবার দিচ্ছে পুলিশ।

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২২ | ০৮:৩৮ | আপডেট: ২৪ জুন ২০২২ | ০৮:৩৯

সিলেটের জকিগঞ্জে বন্যার্ত মানুষকে ত্রাণ ও রান্না করা খাবার দিচ্ছে পুলিশ। জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ও থানার ওসি মো. মোশাররফ হোসেনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম বন্যার্তদের মাঝে ত্রাণ ও রান্না খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। 

জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন জানান, প্রায় ৩ হাজার শুকনো খাবারের পাশাপাশি এখন রান্না করা খাবার তুলে দেওয়া হচ্ছে বানভাসি লোকজনের মাঝে। কোথাও কেউ বিপদে পড়লে দ্রুত উদ্ধারও করা হচ্ছে। বন্যাকবলিত এলাকায় পুলিশের বেশ কয়েকটি টিম কাজ করে যাচ্ছে। 

ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায় সে বিষয়টি গুরুত্ব দিয়ে পুলিশ বিভিন্ন এলাকায় তৎপরতা চালাচ্ছে। এছাড়া পুলিশ আশ্রয়কেন্দ্রগুলোতে নজরদারি রেখেছে বলে জানান ওসি।


আরও পড়ুন

×