ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কাজ শেষে মজুরি নিয়ে বাড়ি ফিরতে পারলেন না হাসান আলী

কাজ শেষে মজুরি নিয়ে বাড়ি ফিরতে পারলেন না হাসান আলী

প্যাকেটবন্দি নিহতের লাশ- সমকাল

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২২ | ২০:৩২ | আপডেট: ২৬ জুন ২০২২ | ২০:৩২

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসান আলী (৫৮) নামে এক দিনমজুর সাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার রাত ৮টার দিকে উপজেলার আলাদীপুর ইউনিয়নের রাঙ্গামাটি বাজার সংলগ্ন তেলের পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী পার্বতীপুর উপজেলার মোস্তোফাপুর ইউনিয়নের জোতাল দেবকুন্ডা গ্রামের ছলিমুদ্দিনের ছেলে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাফুল ইসলাম সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সাইকেল আরোহী হাসান আলী কাজ শেষ করে মজুরি নিয়ে বাড়ি ফেরার সময় রাত ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি বাজার সংলগ্ন তেলের পাম্পের সামনে দিয়ে যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই সাইকেল আরোহীর মাথা সহ অর্ধেক শরীর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থেতলে গিয়ে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×