ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অন্তঃসত্ত্বার মুখে ভুলে পানির বদলে অ্যাসিড

অন্তঃসত্ত্বার মুখে ভুলে পানির বদলে অ্যাসিড

বরিশাল ব্যুরো

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:৫১ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ | ১১:০০

ওষুধ সেবনের জন্য এক অন্তঃসত্ত্বার মুখে পানির বদলে ভুলে অ্যাসিড জাতীয় পদার্থ ঢেলে দেওয়া হয়েছে। শুক্রবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ঘটনার শিকার নিপা হালদারের (২২) উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, নিপাকে নারী মেডিসিন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা তেমন গুরুতর নয়। তবে পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।

নিপার বাড়ি ঝালকাঠি জেলায়। নির্মাণ শ্রমিক স্বামী পুলক হালদারের কর্মস্থলের কারণে তিনি স্বামীর সঙ্গে কলাপাড়া শহরের বাদুরতলা এলাকায় থাকেন।

স্বামী পুলক হালদার জানান, অসুস্থতার কারণে নিপাকে শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে সেবিকা সালমা বেগম নিপাকে ওষুধ খাওয়াতে বলা হয়। এ সময় পানি চাওয়া হলে একজন আয়া একটি পানির বোতল এগিয়ে দেয়। পাশাপাশি রাখা দুটি প্লাস্টিকের পানির বোতলের একটিতে অ্যাসিড জাতীয় দ্রব্য রাখা ছিল। ভুলে ওই বোতলটিই দেয় আয়া। অ্যাসিড জাতীয় দ্রব্য নিপার মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জ্বালাপোড়া শুরু হলে তিনি মুখ থেকে পানি ফেলে দেন। নিপার চিৎকারে চিকিৎসকরা ছুটে এসে তাকে দ্রুত চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়।

পুলকের সহকর্মী আহসান হাবিব জানান, নিপা যখন তরল দাহ্য পদার্থ মুখ থেকে বাইরে ফেলেন, তখন সেই পানি সেবিকা সালমার মুখেও গিয়ে পড়ে। এতে তিনিও আহত হন। তবে তার অবস্থা নিপার মতো খারাপ নয়।

নিপার শাশুড়ি কানন হালদার জানান, পাশাপাশি রাখা দুটি বোতলের কোনটিতে দাহ্য পদার্থ ছিল, তা বোঝার কোনো উপায় ছিল না। হাসপাতালের প্রয়োজনেই দাহ্য পদার্থ রাখা হয়েছিল বলে সেবিকা সালমা রোগীর স্বজনদের জানিয়েছেন।

আরও পড়ুন

×