ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুসিক মেয়রের দায়িত্ব নিলেন রিফাত

কুসিক মেয়রের দায়িত্ব নিলেন রিফাত

আরফানুল হক রিফাত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২২ | ১০:৪৭ | আপডেট: ০৭ জুলাই ২০২২ | ১০:৪৭

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়রের দায়িত্ব নিয়েছেন আরফানুল হক রিফাত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দলীয় নেতাকর্মীদের নিয়ে নগর ভবনে গিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলামের কাছ থেকে দায়িত্বভার নেন তিনি।

এ সময় মেয়র বলেন, নগর পিতা নয়, জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। পরে তিনি নগর ভবনের অতীন্দ্র মোহন রায় সম্মেলন কক্ষে কাউন্সিলর ও সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। এর আগে নগর ভবনে পৌঁছলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও দলীয় নেতাকর্মীরা মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান।

মেয়র রিফাত বলেন, আমাকে যারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ। আমি সততার সঙ্গে মেয়রের দায়িত্ব পালন করব। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নগর ভবনকে দুর্নীতিমুক্ত করা হবে। যানজট, জলাবদ্ধতা নিরসন করা হবে। তিনি বলেন, দায়িত্ব পালনে আমার ছোটখাটো ভুলত্রুটি হতেই পারে, বিষয়টি আমাকে ধরিয়ে দেবেন। এটা হবে আপনাদের নৈতিক দায়িত্ব।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে রিফাত বলেন, এমন কোনো কাজ করবেন না, যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। আর সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, কোনো অনিয়মের সঙ্গে নিজেকে জড়াবেন না। কেউ অনিয়মে জড়িত হলে ছাড় দেওয়া হবে না। অতীতে যারা দুর্নীতি ও লুটপাট করেছেন, তাঁদের শ্বেতপত্র শিগগির প্রকাশ করা হবে।

পরে নগর ভবনে ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন নবনির্বাচিত মেয়র। সভায় সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

গত ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে জয়লাভ করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। গত মঙ্গলবার তিনি শপথ নেন।

আরও পড়ুন

×