ভাইকে রক্ষা করতে গিয়ে কাটলো বোনের হাতের কব্জি

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধ
প্রকাশ: ০৯ জুলাই ২০২২ | ০৮:১৩ | আপডেট: ০৯ জুলাই ২০২২ | ০৮:১৫
পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে ধরে সৃষ্ট হওয়া সংঘর্ষ থেকে ভাইকে রক্ষা করতে যাওয়ায় বোন কহিনুরের বাম হাতের কব্জি কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।
শুক্রবার দিবাগত রাতে বাউফলের কনকদিয়ার বীরপাশা গ্রামে এ ঘটনা ঘটে। কহিনুর ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত। ঈদের ছুটিতে ভাইয়ের বাড়িতে বেড়াতে এসেছে কোহিনুর।
জানা গেছে, কনকদিয়ার মৃত চান্দু হাওলাদারের ছেলে নাঈম ও নুর ইসলামের সাথে একই বাড়ির আব্বাসের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার রাতে কথাকাটাকাটির এক পর্যায়ে নাঈম, নুর ইসলাম ও সায়েম নুর ইসলামের বসত ঘরে হামলা চালায়। এসময় নুর ইসলাম বাঁধা দিলে তাকে লাঠি, রড নিয়ে হামলা করে। নুুর ইসলামকে রক্ষা করতে কহিনুর তাকে জড়িয়ে ধরলে তাকেও কুপিয়ে তার বাম হাতের কব্জি কেটে দেয় প্রতিপক্ষের লোকজন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করলে। তবে জরুরি বিভাগের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন।
এ ঘটনায় শনিবার বিকেলে কহিনুরের ভাবি নাঈমসহ পাঁচজনকে আসামি করে বাউফল থানায় একটি এজাহার দাখিল করেন।
এসব অভিযোগ অস্বীকার করে নাঈম বলেন, কোনো মারামারির ঘটনায় সে জড়িত নয়। তবে রান্নাঘর নিয়ে কথাকাটাকাটি হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আল মামুন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।