ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

সিলেটের নতুন পিপি নিজাম

সিলেটের নতুন পিপি নিজাম

নিজাম উদ্দিন

সিলেট ব্যুরো

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২০ | ১০:১০

এক-এগারোর পর পদ-পদবির ভারে সিলেট আওয়ামী লীগের সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। সেই সময়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিসবাহকে দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।

টানা তিন দফা সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের প্রথম দুই দফা সিলেট বিভাগের দায়িত্বে ছিলেন। সর্বশেষ ময়মনসিংহ বিভাগে দায়িত্ব পালনের পর আওয়ামী লীগের শেষ সম্মেলনে তাকে বাদ দেওয়া হয়।

আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি সিলেটে পাবলিক প্রসিকিউটরের (পিপি) দায়িত্বে ছিলেন অ্যাডভোকেট মিসবাহ। প্রায় দশ বছর সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপির দায়িত্ব পালনের পর এবারে এই পদও হারালেন তিনি। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সিলেট জেলা ও দায়রা জজ আদালতে অ্যাডভোকেট নিজাম উদ্দিনকে নতুন পিপি হিসেবে নিয়োগ দিয়েছে। মহানগর দায়রা জজ আদালতের পিপি হয়েছেন নওশাদ আহমদ চৌধুরী।

গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন। শেষ পর্যন্ত আওয়ামী লীগে কাঙ্ক্ষিত পদ-পদবি পাওয়ার ক্ষেত্রে সফল না হলেও সিলেটে পাবলিক প্রসিকিউটর হওয়ার আলোচনায় এগিয়ে ছিলেন তিনি। এই আলোচনাকে সত্য প্রমাণ করে প্রথমবারের মতো সিলেটে সরকারের প্রধান কৌঁসুলির দায়িত্ব পেলেন প্রায় ২৭ বছর ধরে আইন পেশায় নিযুক্ত নিজাম উদ্দিন। ১৯৯৬ সালে তিনি সহকারী পিপি হিসেবে দায়িত্ব পালন করেন।

রাজনীতি ও আইন পেশার পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছেন নিজাম উদ্দিন। সিলেট ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, দক্ষিণ সুরমা কলেজের গভর্নিং বডির সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী কমিটির সদস্যসহ বিভিন্ন সংগঠন ও সমিতির সদস্য তিনি।

সোমবার মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি/পিপি শাখা) থেকে এ-সংক্রান্ত চিঠি সিলেটের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়। সিলেটে বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মনির উদ্দিন (বিভাগীয় স্পেশাল জজ আদালত), মো. মফুর আলী (জননিরাপত্তা ট্রাইব্যুনাল), সরওয়ার আহমদ চৌধুরী আবদাল (দ্রুত বিচার ট্রাইব্যুনাল) ও রশিদা সাঈদা খানম লাকি (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল)। এ ছাড়া ১৫ জনকে অতিরিক্ত পিপি ও ৪৫ জনকে সহকারী পিপি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে সিলেটে সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রাজ উদ্দিন। এ ছাড়া চারজনকে অতিরিক্ত সরকারি কৌঁসুলি ও ১৫ জনকে সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×