ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন কৃষ্ণ পদ রায়

সিএমপি কমিশনারের দায়িত্ব নিলেন কৃষ্ণ পদ রায়

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্য

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ০৩:০৯ | আপডেট: ১৮ জুলাই ২০২২ | ০৩:০৯

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার পদে যোগদান করেছেন উপ পুলিশ মহাপরিদর্শক কৃষ্ণ পদ রায়। সোমবার সিএমপির ৩১তম কমিশনার হিসেবে দায়িত্ব নেন তিনি।

এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পদে দায়িত্ব পালন করছিলেন। বদলিসূত্রে সদ্য সাবেক কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর রোববার আনুষ্ঠানিকভাবে সিএমপি থেকে বিদায় নেন। আর সোমবার যোগদান করেন নতুন কমিশনার।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) শাহাদাৎ হুসেন রাসেল। তিনি জানান, চট্টগ্রাম মহানগর পুলিশের ৩১ তম কমিশনার হিসেবে সোমবার দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি কৃষ্ণ পদ রায়। এসময় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা নবনিযুক্ত সিএমপি কমিশনারকে ফুল দিয়ে বরণ করে নেন। সিএমপি সদর দপ্তরে পুলিশের একটি চৌকশ দল তাকে সশস্ত্র সালাম প্রদান করেন।

পরে নবনিযুক্ত সিএমপি কমিশনার দামপাড়া পুলিশ লাইন্সের জনক চত্বরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

এ সময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপ-পুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফর উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×