ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বরিশালে বাসদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ

বরিশালে বাসদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ

বরিশাল নগরে সড়ক ও খাল সংস্কারের দাবিতে বাসদের পথসভা

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৮ জুলাই ২০২২ | ০৬:৩৯ | আপডেট: ১৮ জুলাই ২০২২ | ০৬:৩৯

বরিশাল নগরে সড়ক ও খাল সংস্কারের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার বেলা ১১টার দিকে নগরের ১ নম্বর ওয়ার্ডের মড়কখোলা পুলে পথসভার শুরুতে একদল যুবক হামলা চালায়।

বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তীর অভিযোগ, হামলাকারীরা আওয়ামী লীগ নেতা মেয়র সাদিক আবদুল্লাহ’র ছবিসংবলিত টি-শার্ট পরা ছিলেন। নেতৃত্ব দেন ১ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহসভাপতি শাহ আলম। তারা পথসভার ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং নেতাকর্মীদের গালিগালাজ করেন। একপর্যায়ে বাসদ নেতাকর্মী ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যান। পরে শান্তিপূর্ণভাবে বাসদের পথসভা শেষ হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার সুমন বলেন, তার বাসা মড়কখোলা পুলের কাছেই। তখন তিনি এলাকায় ছিলেন না। তবে শুনেছেন বাসদ সেখানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করেছে। কোনো হামলা বা বাধা দেওয়ার ঘটনা ঘটেনি।

সড়ক ও খাল সংস্কারের দাবিতে বাসদ সাত দিনব্যাপী নগরের বিভিন্ন স্থানে পথসভা করার কর্মসূচি ঘোষণা করেছে। তবে সোমবার প্রথম কর্মসূচিতেই বাধার মুখে পড়ল তারা। পরে শান্তিপূর্ণ পথসভায় বক্তব্য দেন বাসদ নেত্রী ডা. মনিষা চক্রবর্তী, শ্রমিক নেতা ইমাম হোসেন খোকন, রিয়াজুর রহমান, শহিদুল ইসলাম, রুবেল হাওলাদার, মনির হাওলাদার, মোকছেদুর রহমান, লামিয়া সাইমুন ও বিসিক শিল্প এলাকার ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×