ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কুয়াকাটা সৈকতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু

কুয়াকাটা সৈকতে বেড়াতে এসে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ১০:৫৫ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ১০:৫৫

কুয়াকাটা সমুদ্রসৈকতে ভাঙন ঠেকাতে ব্যবহৃত জিও টিউবের মাঝখানে থাকা গর্তে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম নাহিয়ান মাহাদি নাফি।

শুক্রবার দুপুরে সৈকতের জিরো পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। এ সময় নাফির সঙ্গে তার বড় বোনসহ নিকট আত্মীয়রা ছিলেন। তাঁরা কুয়াকাটায় বেড়াতে এসেছেন।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ জানায়, দশম শ্রেণির ছাত্র নাফি ঢাকার বংশাল থেকে বড় বোন ও মামা-খালাসহ ২৩ সদস্যের বহরের সঙ্গে শুক্রবার সকালে কুয়াকাটা আসে। দুপুরে সৈকতে গিয়ে সমুদ্রের ভাঙন ঠেকাতে ব্যবহূত দুটি জিও টিউবের মাঝখানের গর্তে পড়ে নাফি দুর্ঘটনার শিকার হয়। তাৎক্ষণিক উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আশিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। 

বড় বোন নামিরা জাহান ঐশী জানান, নাফি সাঁতার জানত না।

আরও পড়ুন

×