ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

ছবি: সমকাল

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুলাই ২০২২ | ১১:৫৩ | আপডেট: ২২ জুলাই ২০২২ | ১১:৫৩

নাটোরে ট্রেনে কাটা পড়ে মো. সোহাগ নামে এক যুবকের শরীর থেকে দুটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার বিকেলে রেলওয়ে প্ল্যাটফর্ম এলাকায় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেন থেকে নামার সময় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার স্টেশন কর্মীরা সোহাগকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সোহাগ সদর উপজেলার চানপুর গ্রামের ফরিদের ছেলে।

রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল করিম মোলল্গা জানান, ওই যুবক ট্রেন থেকে নামার সময় নিচে পড়ে যান। রেলওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে। পরে ফায়ার স্টেশন কর্মীরা এসে তাঁকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী নিয়ে যায়। এই দুর্ঘটনার জন্য প্রায় ১০ মিনিট বিলম্বে ট্রেনটি নাটোর স্টেশন ছেড়ে যায়।

আরও পড়ুন

×