ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেশীয় অস্ত্র নিয়ে ২ কলেজের ছাত্রদের পাল্টাপাল্টি ধাওয়া

দেশীয় অস্ত্র নিয়ে ২ কলেজের ছাত্রদের পাল্টাপাল্টি ধাওয়া

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুলাই ২০২২ | ১০:৫৬ | আপডেট: ২৪ জুলাই ২০২২ | ১০:৫৯

গাজীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্র নিয়ে প্রকাশ্যে এ ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেয় ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলও ফোটানো হয়। রোববার বিকেলে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়,  ক্রিকেট খেলার দ্বন্দ্বের জের ধরে সিটি কলেজের শিক্ষার্থীরা ভাওয়াল কলেজের শিক্ষার্থীর ওপর হামলা চালানোর পরিকল্পনা করে। এ সময় ভাওয়াল কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের ভেতরে অবস্থান করছিল। একপর্যায়ে সিটি কলেজের শিক্ষার্থীরা ভাওয়াল কলেজের ভেতরে ইট পাটকেল নিক্ষেপ শুরু করে।

পরে ভাওয়াল কলেজের শিক্ষার্থীরাও লাঠিসোঁটা ও রামদা নিয়ে সিটি কলেজের শিক্ষার্থীদের পাল্টা ধাওয়া দেয়। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় ফেসবুকে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।

বাসন থানার পরিদর্শক মালেক খসরু খান জানান, এ ধাওয়া-পাল্টাধাওয়ায় অংশ নেওয়া শিক্ষার্থীদের শনাক্তের চেষ্টা চলছে। ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×