বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির মূল হোতা: আফজাল হোসেন

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২২ | ১০:০০ | আপডেট: ২৭ জুলাই ২০২২ | ১০:০০
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. আফজাল হোসেন বলেছেন, বিএনপি হচ্ছে সাম্প্রদায়িক অপশক্তির মুল হোতা ও উস্কানিদাতা।
বুধবার পটুয়াখালীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আফজাল হোসেনে বলেন, জনসমর্থনহীন এ দলটি সাম্প্রদায়িক অপশক্তির মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের পাঁয়তারা করছে। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনও সফল হবে না। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে তখনই লুটপাট করেছে এবং নিজের স্বার্থ হাসিল করেছেন। সাধারণ মানুষের উপর নানাভাবে নির্যাতন চালিয়েছেন। আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য সারাদেশে সাম্প্রদায়িক অপশক্তির মাধ্যমে সহিংসতা ছড়িয়ে দিতে অপচেষ্টা চালাচ্ছে।
জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহানুর হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের স্থানীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রিফাত হোসেন সজিব প্রমুখ।এরপর এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।