ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

‘মাদক কারবারিদের’ হামলায় আহত দুই ইউপি সদস্য

‘মাদক কারবারিদের’ হামলায় আহত দুই ইউপি সদস্য

ছবি: সমকাল

বাগেরহাট সংবাদদাতা

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১০:০৩ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ১০:০৩

বাগেরহাটের কচুয়ায় মাদক কারবারিদের হামলায় ধোপাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) দুই সদস্যসহ অন্তত আটজন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার লড়ারকুল বাজারসংলগ্ন মাধবকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা যায়, মাদক কারবারের প্রতিবাদ করায় ধোপাখালী ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের ছেলে শাহিন, শ্রমিক লীগ নেতা মাসুদ হাওলাদার ও সাইদুল মাঝির নেতৃত্বে ৩০-৩৫ জন হামলায় অংশ নেয়। এ সময় তিনটি মোটরসাইকেল ও একটি দোকান ভাঙচুর এবং লুটপাট করা হয়। তবে ইউপি চেয়ারম্যানের দাবি, মাদক ব্যবসা নয়, দলীয় বিষয় নিয়ে দ্বন্দ্বে হামলা হয়েছে। তাঁর ছেলে ঘটনাস্থলেই ছিল না।

হামলায় আহতরা হলেন- ধোপাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হাজরা, পাঁচ নম্বর ওয়ার্ডের সদস্য ও থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মামুনুর রশীদ, স্থানীয় হেদায়েত হাজরা, এবাদুল হাওলাদার, ব্যবসায়ী সেলিম হাজরা, রাজিব, জাহাঙ্গীর হাজরা ও আতিয়ার রহমান।

আহত ইউপি সদস্য জাকির হাজরা দাবি করেন, এলাকায় একটি মাদক সিন্ডিকেট দীর্ঘদিন কারবার চালিয়ে আসছে। তিনি প্রতিবাদ করায় কচুয়া উপজেলা সদর থেকে ফুটবল খেলা দেখে ফেরার পথে বৃহস্পতিবার রাতে চেয়ারম্যানের ছেলে শাহিনসহ ৩০-৩৫ জন তাঁদের ওপর হামলা চালায়। তাঁর অভিযোগ, হামলার সময় সেলিম হাজরার দোকান থেকে ১ লাখ ১৫ হাজার টাকা এবং আরও তিনজনের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

আহত অন্য ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, জাকিরকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাঁকেও মারধর করে। চেয়ারম্যান মকবুল হোসেনের ছত্রছায়ায় হামলাকারীরা ওই এলাকায় যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে।

ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকবুল হোসেন দাবি করেন, হামলার সময় তাঁর ছেলে ঘটনাস্থলে ছিল না। দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে শ্রমিক লীগ নেতা মাসুদ ও সাইদুলের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা জাকির মেম্বার পক্ষের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়েছে। এর সঙ্গে তাঁর বা তাঁর ছেলের কোনো সংশ্নিষ্টতা নেই।

কচুয়া থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।

আরও পড়ুন

×