ভাইকে বেঁধে রেখে কিশোরীকে অপহরণ

প্রতীকী ছবি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ৩০ জুলাই ২০২২ | ০৯:৩৪ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ০৯:৪০
দলবল নিয়ে বাড়িতে ঢুকে প্রেমের প্রস্তাব দেয় যুবক। তাতে রাজি না হওয়ায় কিশোরীকে উঠিয়ে নিতে চাইলে বাধা দেন তার ভাই ও দাদি। এ কারণে তাঁদের কুপিয়ে কিশোরীকে তুলে নেওয়া হয়েছে। এমন ঘটনা ঘটেছে ময়মনসিংহের তারাকান্দায়। এ ঘটনায় গত শুক্রবার রাতে ছয়জনের নামে থানায় একটি মামলা হয়েছে। ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও অভিযুক্তদের গ্রেপ্তার ও তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
বিসকা ইউনিয়নের বিসকা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে শান্ত মিয়া। সে গত বছর স্থানীয় একটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছে। সে এলাকার এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। স্থানীয় একটি মাদ্রাসা থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে এই কিশোরীর। সে শাস্তর প্রস্তাবে রাজি হচ্ছিল না। বিষয়টি তার পরিবারকে জানায়। এর জেরে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শান্ত দলবল নিয়ে মেয়েটির বাড়িতে যায়। তাকে তুলে নিতে চাইলে দাদি ও ভাই বাধা হয়ে দাঁড়ান। এ কারণে তাঁদের মারধর ও কুপিয়ে জখম করা হয়। ভাইকে বেঁধে রেখে কিশোরীকে তুলে নিয়ে যায় শান্ত ও তার দল। পরে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, মামলা হয়েছে। মেয়েটিকে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।