ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

চায়ের দোকানে বজ্রপাতে নিহত ১, আহত ৭

চায়ের দোকানে বজ্রপাতে নিহত ১, আহত ৭

প্রতীকী ছবি

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২২ | ০০:৩৫ | আপডেট: ০১ আগস্ট ২০২২ | ০০:৩৬

নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় বজ্রপাতে আশিক (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৭ জন। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার জামনগর করমদোষী এলাকায় এই ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫জনকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। অন্য ২জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

নিহত আশিক করমদোষী এলাকার সিহাব উদ্দিনের ছেলে। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।

এলাকাবাসী জানায়, সকালে উপজেলার জামনগর করমদোষী নতুন ব্রিজ সংলগ্ন আব্দুল মালেকের চায়ের স্টলে বসে আড্ডা দিচ্ছিলেন সিহাব উদ্দিন ও তার ছেলে আশিকসহ অন্তত ১২ জন।  এসময় হঠাৎ বজ্রপাত হলে  ঘটনাস্থলেই আশিক মারা যায়। আহত হন আশিকের বাবা সিহাব উদ্দিন, মোমীন,হাফেজ, সারোয়ার, বেলাল,শফিক ও চা দোকানি মালেকের স্ত্রী রুপালী বেগম।

বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন

×