ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

১৬০০ অটোরিকশার লাইসেন্স বাতিল

রসিকে মুখোমুখি মেয়র-প্যানেল মেয়র

রসিকে মুখোমুখি মেয়র-প্যানেল মেয়র

রংপুর অফিস

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২ | ১০:৪৮ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ১০:৪৯

অটোরিকশার লাইসেন্স বাতিলকে কেন্দ্র করে রংপুর সিটি করপোরেশনে মেয়র ও প্যানেল মেয়র মুখোমুখি অবস্থান নিয়েছেন।

মেয়রের হজে থাকার সুযোগে দুই প্যানেল মেয়রের বিরুদ্ধে দেড় হাজারের বেশি অটোরিকশার লাইসেন্স দেওয়ার মাধ্যমে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মেয়র হজ থেকে ফিরে এসব লাইসেন্স বাতিল করেন। এ নিয়ে উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্টরা জানান, রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা হজে গেলে প্যানেল মেয়র-১ হিসেবে ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামসুল ইসলাম এবং প্যানেল মেয়র-২ হিসেবে ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুর রহমান টিটু রুটিন দায়িত্ব পালন করেন। অভিযোগ উঠেছে, ৪০ থেকে ৫০ হাজার টাকা করে নিয়ে ১ হাজার ৬০০ ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দেন দুই প্যানেল মেয়র।

এ বিষয়ে মেয়র মোস্তফা বলেন, দুই প্যানেল মেয়রকে রুটিন দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু তাঁরা ক্ষমতার অপব্যবহার করে অটোরিকশার লাইসেন্স দিয়েছেন। সিটি করপোরেশনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাঁদের দেওয়া কার্যাদেশ ও সব নির্দেশনা বাতিল করেছি।

প্যানেল মেয়র টিটু বলেন, আমরা নিয়ম মেনেই সব করেছি। আমাদের বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যা। সংবাদ সম্মেলন করে আমরা সত্য তুলে ধরব।

আরও পড়ুন

×