আদমদীঘিতে পুকুর থেকে রাক্ষুসে পিরানহা মাছ জব্দ

জব্দকৃত মাছ -সমকাল
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৭:০৪
বগুড়ার আদমদীঘি উপজেলার বামনিগ্রামের একটি পুকুর থেকে বিপুল পরিমাণ পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম আব্দুল্লাহ বিন রশিদের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। এ সময় কৌশলে মৎস্যচাষী জামিল পালিয়ে যান।
আদমদীঘি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বামনিগ্রামের জামিল হোসেন নামের ওই মৎস্যচাষী তার পুকুরে গোপনে নিষিদ্ধ রাক্ষুসে পিরানহা মাছচাষ করছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে ওই পুকুরে জাল নামিয়ে ৮ মন পিরানহা মাছ ধরে জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।