ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাইক্রোবাসের চাকা ফেটে ইঞ্জিনে আগুন, সবার সামনে পুড়ে অঙ্গার ফাতেমা

মাইক্রোবাসের চাকা ফেটে ইঞ্জিনে আগুন, সবার সামনে পুড়ে অঙ্গার ফাতেমা

ছবি: সমকাল

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২২ | ১০:৫০ | আপডেট: ০৬ আগস্ট ২০২২ | ১০:৫০

কুমিল্লায় মাইক্রোবাসের চাকা ফেটে ইঞ্জিনে আগুন লেগে ফাতেমা বেগম (২৭) নামে এক নারী নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ফাতেমা বেগমের বাড়ি ফরিদপুর জেলায়। তিনি গাজীপুরের টঙ্গী এলাকায় ভাড়া বাসায় থাকেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, মাইক্রোবাসটি টঙ্গী থেকে ৯ জন যাত্রী নিয়ে নোয়াখালী যাচ্ছিল। সেখানে ফাতেমার ভাইয়ের শ্বশুরবাড়ি যাওয়ার কথা ছিল তাঁদের। পথে কুঠুম্বপুর এলে গাড়ির চাকা ফেটে যায়। এ সময় রাস্তায় উল্টে আগুন ধরে যায় গাড়িতে।

স্থানীয়দের সাহায্যে চালকসহ অন্যরা বের হতে পারলেও ফাতেমা বের হতে পারেননি। তিনি পরিবারের সবার সামনেই পুড়ে মারা যান। খবর পেয়ে পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। গাড়িতে ফাতেমার নববিবাহিত ভাইসহ পরিবারের অন্য সদস্যরা ছিলেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ প্রেমধন মজুমদার বলেন, মাইক্রোবাসটি ফাঁড়িতে নেওয়া হয়েছে। এ ঘটনায় গাড়িতে থাকা অন্য কেউ আহত হননি। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×