ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

বাসের ধাক্কায় প্রাণ গেল পুলিশ সদস্যের

 কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২ | ০৩:০০ | আপডেট: ০৭ আগস্ট ২০২২ | ০৩:০৬

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় মনির হোসেন (২৫) নামে হাইওয়ে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটায় উপজেলার সুত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন ঢাকার ধামরাই থানার কান্দাপাড়া এলাকার শাজাহানের ছেলে। তিনি টাঙ্গাইলের গোড়াই হাইওয়ে থানায় কর্মরত ছিলেন।

কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি ফিরোজ হোসেন  জানান, শনিবার রাতে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সুত্রাপুর এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এসময় পুলিশের গাড়িতে পেছন থেকে একটি বাস ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মনির হোসেন ও তার সঙ্গে থাকা আরেক পুলিশ সদস্য আহত হন। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মনির হোসেনকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন

×