ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ

রাস্তা থেকে তুলে নিয়ে মাদ্রাসাছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ

প্রতীকী ছবি

কচুয়া (চাঁদপুর)সংবাদদাতা

প্রকাশ: ০৭ আগস্ট ২০২২ | ০৪:০৮ | আপডেট: ০৭ আগস্ট ২০২২ | ০৪:০৮

চাঁদপুরের কচুয়ায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ র্ধষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার কচুয়া ৬নং কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়া গ্রামে এ ঘটনা ঘটে। রোববার সকা‌লে ভুক্তভোগীর বাবা এ ঘটনায় কচুয়া থানায় অভি‌যোগ দা‌য়ের করেন ।

অভিযোগে বলা হয়েছে, শুক্রবার সকাল ১১ টায় নির্যাতিত মেয়েটি তার অসুস্থ বোনের জন্য কচুয়া স্বাস্থ্যকমপ্লেক্সে খাবার নিয়ে যায়। এ সময় তেতৈয়া গ্রামের মাদ্রাসা সংলগ্নবাড়ির নুরুল ইসলামের বখাটে ছেলে মোহাম্মদ উল্যাহ (৩৫) ও একই গ্রামের খামার বাড়ির আবু মুছার ছেলে হাসান তাকে দেখতে পেয়ে পিছু নিয়ে হাসপাতাল পযর্ন্ত যায় এবং কচুয়া স্বাস্থ্যকমপ্লেক্সে সামনে সিএনজি নিয়ে উৎ পেতে থাকে। ভুক্তভোগী মেয়েটি হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় বখাটেরা তাদের পরিকল্পনা অনুযায়ী ওই ছাত্রীকে কৌশলে সিএনজিতে ওঠায়। এসময় তারা মেয়েটিকে গ্লাসে পানি খেতে দিলে সে পানি খেয়ে অচেতন হয়ে পড়ে। পরে তারা মেয়েটিকে তেতৈয়া হয়ে উজানী গ্রামের একটা খালি বাড়িতে নিয়ে রাখে । এসময় দুই বখাটে অচেতন মাদ্রাসারছাত্রীর উপর অমানভিকভাবে শারীরিক নির্যাতন শুরু করে ও মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ধর্ষণের চেষ্টা করে।  ওইসময় ভুক্তভোগীর জ্ঞান ফিরলে সে চিৎকার করার চেষ্টা করে। তখন তারা মেয়েটির মুখ চেপে ধরে আবারও ধর্ষণের চেষ্টা করে।  একপর্যায়ে মাদ্রাসার ছাত্রী চিৎকারে বখাটেরা পালিয়ে যায় । পরে মেয়েটি বাড়ি ফিরে পুরো ঘটনাটি তার মাকে জানায়। এলাকায় জানাজানি হলে ওই দিন রাতে টাকা দিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন গ্রামের সালিশকারীরা। পরে রোববার সকা‌লে ভুক্তভোগীর বাবা এ ঘটনায় কচুয়া থানায় অভি‌যোগ দা‌য়ের করেন।

কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন বলেন,ওই মাদ্রাসার ছাত্রীর বাবা বাদী হয়ে কচুয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে ওই ইউনিয়ন পরিষদের চেয়াররম্যান এম আখতার হোসাইন জানান,মোহাম্মদ উল্যাহ ও হাসান খুব উশৃঙ্খল ধরনের। এর আগেও তারা আরো কয়েকটি ঘটনা ঘটিয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও কচুয়া থানার ওসিকে বিষয়টি জানানো হয়েছে। দোষীদের শাস্তি দাবি করেন তিনি।


আরও পড়ুন

×