পাবনায় ছেলের ইটের আঘাতে বাবার মৃত্যু

ছবি: গুগল
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৮:২০
পাবনার চাটমোহর উপজেলায় ছেলের ইটের আঘাতে সানোয়ার হোসেন (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সানোয়ার তেবাড়িয়া গ্রামের মৃত আব্দুল ওহাব খন্দকারের ছেলে। এ ঘটনায় ঘাতক ছেলে ইসমাইল হোসেন (২৩) পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিহত সানোয়ারের ছেলে ইসমাইলের স্ত্রী ও তার মায়ের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে বাবা-ছেলের মধ্যেও বাক-বিতণ্ডা শুরু হয়। পরে ইসমাইল ইট দিয়ে সানোয়ারের মাথায় সজোরে আঘাত করে। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ সানোয়ার হোসেন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর বাাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে আনার পথেই মারা যান সানোয়ার হোসেন। ঘটনার পরপরই ইসমাইল হোসেন পালিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজিব শাহরীন ও চাটমোহর থানার ওসি সেখ মো. নাসীর উদ্দিন।
ওসি জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।