ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

জনপ্রতিনিধি হলেন তৃতীয় লিঙ্গের পিংকী

জনপ্রতিনিধি হলেন তৃতীয় লিঙ্গের পিংকী

সাদিয়া আখতার পিংকী

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৮:২০ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০৮:৩৬

ঝিনাইদহের কোটচাঁদপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের (হিজড়া সম্প্রদায়ের) সাদিয়া আখতার পিংকী।

সাদিয়া আক্তার পিংকী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসাবে সোমবার নির্বাচনে অংশ নেন। নির্বাচনে বেসরকারি ফলে ১২ হাজার ৮৮০ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দি রুবিনা খাতুন পেয়েছেন ১২ হাজার ১৩৯ ভোট। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৭৪১ ভোটের ব্যবধানে একজন তৃতীয় লিঙ্গের প্রার্থী হিসাবে তিনি বিজয়ী হয়ে ইতিহাস রচনা করেন।

মঙ্গলবার সাদিয়া আক্তার পিংকী তার প্রতিক্রিয়ায় বলেন, কোটচাঁদপুর উপজেলার ভোটাররা তাকে ভালবেসে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তিনি তৃতীয় লিঙ্গের একজন মানুষ হিসাবে এই ভালবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।

যুব মহিলা লীগের কোটচাঁদপুর শাখার আহ্বায়ক পিংকি জানান, নির্বাচনের আগে তিনি নিজেকে হিজড়া হিসেবে পরিচয় দেননি।

কোটচাঁদপুর উপজেলার সুয়াদি গ্রামের নওয়াব আলীর সন্তান পিংকি লেখাপড়া করেছেন দশম শ্রেণি পর্যন্ত। মেয়ে হিসেবে বড় করার পর পরিবার বিয়েও দিয়েছিল, কিন্তু হিজড়া হওয়ায় তার সেই সংসার টেকেনি।এক সময় কোটচাঁদপুরে পোশাকের দোকান চালালেও পরে রাজনীতিতে মন দেন পিংকি। গত তিন বছর ধরে তিনি উপজেলা যুব মহিলা লীগের নেতৃত্ব দিচ্ছেন।

২০১৩ সালের ১৩ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকে হিজড়াদের 'লিঙ্গ পরিচয়কে' রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ভোটার ফরমে লিঙ্গ পরিচয়ের ঘরে নারী ও পুরুষের সঙ্গে তৃতীয় লিঙ্গের জন্য আলাদা ঘর রাখে নির্বাচন কমিশন।

ঝিনাইদহের জেলা নির্বাচন কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বলেন, আইনে তৃতীয় লিঙ্গের ভোটার হওয়ার সুযোগ আছে। ভোটার হলে নির্বাচনও করা যাবে। তবে পিংকি খাতুন হিজড়া হিসেবে পরিচয় দেননি।

তবে নির্বাচন কমিশনার কবিতা খানম বছরের শুরুতে এক অনুষ্ঠানে বলেছিলেন, তৃতীয় লিঙ্গের মানুষেরা ইচ্ছা করলে পুরুষ কিংবা নারী যে কোনো পরিচয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন।

আরও পড়ুন

×