আত্রাইয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধ আটক

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: ১২ আগস্ট ২০২২ | ০১:২০ | আপডেট: ১২ আগস্ট ২০২২ | ০১:২০
নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ আক্তার প্রামানিক ওরফে গদা মিস্ত্রি (৬০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় তাকে আটক করা হয়।
আটক আক্তার উপজেলার তিলাবদরী গ্রামের মৃত ময়েন প্রামানিকের ছেলে। এ ঘটনায় শুক্রবার ওই বৃদ্ধের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিলাবদরী এলাকা থেকে আক্তার প্রামানিককে আটক করা হয়। আটককালে তার নিকট থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় রাতেই তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।