খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ট্রেজারার অমিত রায়

অধ্যক্ষ অমিত রায় চৌধুরী
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ০৪:৫৮ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ | ০৪:৫৮
গভর্নমেন্ট ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ অমিত রায় চৌধুরীকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার নিযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন ফ্যাক্সযোগে বিশ্ববিদ্যালয়ে পৌঁছেছে।
খুলনা বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯০ এর ১৪(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেন।
প্রসঙ্গত, ২০২১ সালের ৯ সেপ্টেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী ট্রেজারার অধ্যাপক সাধন রঞ্জন ঘোষের কর্মমেয়াদ শেষ হয়।