ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

খুলনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৯:১২

খুলনার দীঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নে হায়বাত শেখ নামের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে ইউনিয়নের পদ্মবিলা গ্রামের সরদারবাড়ী খালপাড়ে তাকে কুপিয়ে ফেলে রাখা হয়। 

রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হায়বাতকে। মঙ্গলবার বিকেলে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহতের চাচাতো ভাই ইউপি সদস্য ইরান শেখ জানান, গত ৬ সেপ্টেম্বর হায়বাতের চাচা টিপু সুলতানকে এলাকার সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে। ওই ঘটনায় তার ছেলে আলমগীর বাদী হয়ে ৩২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলাটি দেখাশোনা করতেন হায়বাত। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

দীঘলিয়া থানার ওসি মানস রঞ্জন দাস জানান, হায়বাতের ওপর হামলার সময় এলাকাবাসী ধাওয়া করে জসিম সরদার নামের একজনকে ধরে ফেলে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরও পড়ুন

×