খুলনায় ধর্মঘটে অটোরিকশা চালকরা

খুলনা ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ০৯:২২ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৯ | ০৯:৩৬
খুলনায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের ধর্মঘট অব্যাহত রয়েছে। সোমবার থেকে চলমান এ ধর্মঘটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।
এছাড়া ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছেন চালকরা। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, বুধবার সকালে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন, ১৭ অক্টোবর সিটি করপোরেশনের সামনে অবস্থান ধর্মঘট ও ১৮ অক্টোবর হাদিস পার্কে অনশন কর্মসূচি পালন করা হবে।
অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ওই সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক হানিফ সরদার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি মো. ফোরকান, ব্যাটারি চালিত রিকশা মালিক লীগের সভাপতি সেলিম খা ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বন্দ, ব্যাটারিচালিত রিকশা শ্রমিক লীগের সভাপতি আসলাম হোসেন প্রমুখ।
সম্মেলনে মালিক ও শ্রমিক নেতারা বলেন, ব্যাটারি চালিত রিকশা বন্ধ হলে চালকরা পরিবার পরিজন নিয়ে চরম ভোগান্তিতে পড়বেন। তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেলে; ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধ হয়ে যাবে। আর রিকশা না চললে স্বল্প আয়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হবে। এমতাবস্থায় এই বাহনটির লাইসেন্স দেওয়ার আবেদন করা হয়েছে।
খুলনা সিটির ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্না বলেন, 'আমরা শুধু রিকশা থেকে ব্যাটারি ও ইঞ্জিন খুলে ফেলার নির্দেশ দিয়েছি। পায়ে চালিত রিকশা চলবে। রিকশা থেকে ইঞ্জিন অপসারণে বুধবার থেকে প্রতিটি ওয়ার্ডে ক্যাম্পেইন করা হবে।'
- বিষয় :
- ব্যাটারিচালিত অটোরিকশা চালক
- ধর্মঘট
- খুলনা