মাঝিকান্দি-শিমুলিয়া নৌরুটে ফের লঞ্চ চলাচল শুরু বৃহস্পতিবার

ছবি: ফাইল
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি ও শরীয়তপুর সংবাদদাতা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১০:২১ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ১০:২১
মাঝিকান্দি-শিমুলিয়া নৌরুটে দুই মাস পর ফের শুরু হচ্ছে লঞ্চ ও স্পিডবোট চলাচল। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে এই রুটে চলাচল শুরু করবে ৩০টি লঞ্চ। ২০ মিনিট পরপর উভয় ঘাট থেকে ছাড়বে লঞ্চ। ফের লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হওয়ায় নতুন করে স্বপ্ন দেখছেন এই ঘাটকেন্দ্রিক জীবিকা নির্বাহ করা ব্যবসায়ী, হকার এবং নৌযানের মালিকরা।
এর আগে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর বন্ধ হয়ে যায় মাঝিকান্দি-শিমুলিয়া ও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে লঞ্চ, স্পিডবোট ও ফেরি চলাচল। ঈদুল আজহা উপলক্ষে লঞ্চ, স্পিডবোট এবং পরবর্তী সময়ে ফেরি চালু করলেও কাঙ্ক্ষিত যাত্রী না পাওয়ায় চলাচল বন্ধ করে দেন লঞ্চ ও স্পিডবোট মালিকরা। এতে বেকার হয়ে পড়েন সংশ্নিষ্ট অন্তত ৮ শতাধিক মানুষ।
বিভিন্ন মহল থেকে তাদের পুনর্বাসনের কথা বলা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। গত দুই মাস বসে বসে সঞ্চয় ভেঙে ও ধারদেনা করে চলছেন অনেকে। অনেকে চলে গেছেন অন্য পেশায়। তবে পদ্মা সেতুর এপপ্রেসওয়েতে উঠতে প্রশস্ত সংযোগ সড়ক না থাকা এবং ভৌগোলিক কারণে মাওয়ার শিমুলিয়া ও মাঝিকান্দির আশপাশের অনেক এলাকার বাসিন্দাদের জন্য এ সেতু হয়ে ঢাকায় যাতায়াত ভোগান্তির বিষয় হয়ে দাঁড়িয়েছে। খরচ ও সময়- দু-ই বেশি লাগছে তাদের। সবকিছু বিবেচনা করে আজ থেকে ফের মাঝিকান্দি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হচ্ছে। এ উপলক্ষে চলছে ব্যাপক প্রচার-প্রচারণা, মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিতরণ।
মঙলমাঝির ঘাটের চায়ের দোকানদার রশিদ মাদবর জানান, গত দুই মাস ধরে স্থানীয় লোকজন ছাড়া কোনো ক্রেতা নেই তাঁদের। এ থেকে প্রতিদিন যা আয় করেন, তার চেয়ে বেশি সংসারে খরচ করতে হয়। দোকানের মূলধন বসে বসে খেয়েছেন এতদিন। এখন ঘাট চালু হবে শুনে একটু স্বস্তি পাচ্ছেন।
শিমুলিয়া বিআইডব্লিউটিএর সহকারী বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন বলেন, যাত্রীদের ভোগান্তি কমাতে ২০ মিনিট পরপর একটি লঞ্চ ঘাট ছেড়ে যাবে।
- বিষয় :
- মাঝিকান্দি-শিমুলিয়া নৌরুট
- নৌরুট