ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

মহেশখালীতে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

প্রতীকী ছবি

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ০৭:৫৬ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০৯:৩১

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে জিয়াউর রহমান (৬০) নামে এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিহত জিয়া উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা গ্রামের প্রয়াত শাহেদ মিয়ার ছেলে। তিনি স্থানীয় সোমাইয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাজিয়াকাটা এলাকার মা'দুস্ব্যবরো ও লালাব্বরো গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরে ওই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে মা'দুস্ব্যবরো গোষ্ঠীর জিয়াউর রহমান গুরুতর আহত হন। উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী সমকালকে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মামলার প্রক্রিয়া চলছে। দোষীদের গ্রেপ্তারে অভিযান চলছে।

আরও পড়ুন

×