ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো প্রয়োজন: ব্রিটিশ হাইকমিশনার

রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের ওপর চাপ বাড়ানো প্রয়োজন: ব্রিটিশ হাইকমিশনার

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন - সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ০৮:৩৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২২ | ০৯:২৬

রোহিঙ্গা ইস্যু সমাধানে মিয়ানমারের ওপর ব্রিটিশ সরকারের পাশাপাশি বিভিন্ন দেশের চাপ বাড়ানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, আজ বৃহস্পতিবার ছিল রোহিঙ্গা ট্রাজেডির পঞ্চম বর্ষপূর্তি। রোহিঙ্গারা অনেক ভাগ্যবান, যখন লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল, তখন এদেশের সরকার তাদের জায়গা দিয়েছে।

রোহিঙ্গাদের দেশে ফেরত পাঠানোর প্রসঙ্গ টেনে তিনি বলেন, এটি খুব সহজ নয়, এত তাড়াতাড়ি বিষয়টির সমাধান হবে না। এজন্য আমাদের সঙ্গে অন্যান্য দেশেরও হস্তক্ষেপ প্রয়োজন।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, রোহিঙ্গারা যদি চান, তবে তাদের নিরাপদে দেশে ফেরত পাঠাতে সব ধরনের সহায়তা করা হবে। যখনই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, তখনই তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

রবার্ট চ্যাটারটন বলেন, তারা যদি এদেশেই থাকতে চান, তাহলে স্বেচ্ছাসেবীর মাধ্যমে ক্যাম্পে অবশ্যই তাদের স্বাভাবিক জীবনমানসহ শিশুদের লেখাপড়া ও সার্বিক বিষয় নিশ্চিত করা হবে।

দুই দিনের সফরে চাঁদপুরের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ইউএনডিপির ডেপুটি আবাসিক প্রতিনিধি বেন গুয়েন, এলজিডির যুগ্ম সচিব মো. মাসুম পাটওয়ারীসহ চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×