শেখ হাসিনার গাড়িবহরে হামলায় সাতক্ষীরায় দু'জনের সাক্ষ্য গ্রহণ

সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় ৩৯ আসামি উপস্থিতি ছিলেন
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৫২ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ০৯:৫২
সাতক্ষীরার কলারোয়ায় ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দুটি মামলায় সোমবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হয়েছে।
সাক্ষ্য গ্রহণের সপ্তম দিনে সাক্ষ্য দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবু আহমেদ ও কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। আগামী ১৮ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করা হয়েছে।
অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুই মামলায় সাক্ষ্য গ্রহণের সময় আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ আসামি উপস্থিতি ছিলেন। কারাগার থেকে তাদের আদালতে নেওয়া হয়। অন্য ৯ আসামি পলাতক এবং একজন সম্প্রতি মারা গেছেন।
কলারোয়ায় বিএনপি কার্যালয়ের সামনে একটি বাস রাস্তার ওপর রেখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা চালানো হয়। এতে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী আহত হন। হামলা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি-দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা দেন সাতক্ষীরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ ছাড়া গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় চার্জ গঠন করা হয়।
সোমবার রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সাতক্ষীরা জজকোর্টের পিপি আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি আব্দুল বারি, ফাহিমুল হক কিসলু প্রমুখ। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শাহানারা আক্তার বকুল, আব্দুল মজিদ, সৈয়দ ইফতেখার আলী প্রমুখ।