ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ক্ষমতাসীনদের হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহতের অভিযোগ

ক্ষমতাসীনদের হামলায় বিএনপির ১৫ নেতাকর্মী আহতের অভিযোগ

বাগেরহাটের চিতলমারীতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রামদা, হকস্টিক ও লাঠি নিয়ে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে

 বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ০২:১৪ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ০২:৩৪

বাগেরহাটের চিতলমারীতে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে হামলায় বিএনপির অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ দলটির। এছাড়া হামলার কারণে তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি বানচাল হয়ে গেছে বলেও অভিযোগ দলটির নেতাদের।

এদিকে বিএনপির বিক্ষোভ সমাবেশ কেন্দ্র করে সকাল থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের রমদা, হকস্টিক ও লাঠি নিয়ে বিভিন্ন সড়কে মহড়া দিতে দেখা গেছে।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আহসান হাবিব ঠান্ডা বলেন, সকালে চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশ করার কথা ছিল আমাদের। সমাবেশ বানচাল করতে দুই-তিনদিন ধরে আওয়ামী লীগের নেতাকর্মীরা হুমকি-ধামকি দিচ্ছে  ও মারধর করছে। সকাল থেকে হকস্টিক, রামদাসহ লাঠিসোটা নিয়ে উপজেলা সদরে মহড়া দিচ্ছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লোকজন।

তিনি আরও বলেন, সকালে সাবেক ছাত্রদল নেতা শফিকুল ইসলাম বাবুকে মারধর ও তার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে যুবলীগের নেতাকর্মীরা। এছাড়াও তাদের দলের হামলায় কৃষকদল নেতা শেখ মোহাম্মাদ আালী, যুবদল নেতা কামাল বিশ্বাস, বিএনপি নেতা মনিরুল ইসলাম মনিসহ আমাদের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

অভিযোগ অস্বীকার করে চিতলমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল হোসেন খান বলেন, বিএনপির নেতাকর্মীর উপরে আওয়ামী লীগের লোকজন কোন হামলা করেনি। বিএনপির সব অভিযোগ মিথ্যা।

চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, শুনেছি যুবলীগের মিছিলের মধ্যে প্রবেশ করে মোটরসাইকেল ফেলে চলে গেছে এক ব্যক্তি। এছাড়া তেমন কোন হামলার ঘটনা শুনিনি আমরা।

আরও পড়ুন

×