ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ইয়াবা পাচার

কক্সবাজারে এক পরিবারের ৪ জন গ্রেপ্তার

কক্সবাজারে এক পরিবারের ৪ জন গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২ | ০৮:১৪ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ | ০৮:১৪

ইয়াবা পাচারের সময় কক্সবাজার থেকে একই পরিবারের চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন- ইসমাইল হোসেন, তার স্ত্রী ফারজানা আকতার, শাশুড়ি হোসনে আরা ও শ্যালিকা ছাবিনা আকতার। তাদের সবার বাড়ি গাজীপুর জেলায়।

কক্সবাজার ডিবি পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের হোটেল মোটেল জোনের স্বপ্নবিলাস আবাসিক হোটেলের ৬০৩ নম্বর রুম থেকে ১০ হাজার ইয়াবাসহ তাদের আটক করে ডিবি পুলিশ।

সূত্র মতে, তারা টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে সেগুলো কনডমের প্যাকেটে ঢুকিয়ে ঢাকায় আনার পরিকল্পনা করছিল।

আটক চারজনকে পরে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

আরও পড়ুন

×