সম্মেলনে ভোট ছাড়াই নেতৃত্ব প্রস্তাব
ত্রিশালে বিএনপির দু'পক্ষের সংঘর্ষে আহত ১৫

ছবি: সমকাল
ত্রিশাল (ময়মনসিংহ) প্র্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৬ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ | ১১:৫৬
প্রায় এক যুগ পর অনুষ্ঠিত ময়মনসিংহের ত্রিশাল পৌর বিএনপির বার্ষিক সম্মেলনে দু'পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের ভোট বা সমর্থন ছাড়াই সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম প্রস্তাব করলে এই ঘটনা ঘটে।
নেতাকর্মীরা জনান, কাউন্সিলরদের সমর্থন বা ভোট ছাড়াই সুপার ফাইভের ব্যক্তিগত রেজুলেশনের ভিত্তিতে সভাপতি পদে আলেক চান দেওয়ান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলনের নাম প্রস্তাব করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন। এতে অন্যান্য প্রার্থী, কাউন্সিলর ও নেতাকর্মীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পদপ্রাপ্ত ও পদবঞ্চিত সমর্থকদের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। সংঘর্ষে বিএনপি নেতা আমিনুল ইসলাম মিন্টু, আবদুল জলিল, ফুয়াদ, গোলাম মোর্শেদ, ফজলুল হক, রুহুল আমিন, তোফাজ্জল হোসেন ও রুকুনুজ্জামান রাহাত নামের এক সাংবাদিকসহ আহত হন ১৫ জন। পরে তাঁদের ত্রিশাল স্বাস্থ্য কমপ্লেপে নিলে গুরুতর আহত সাংবাদিককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক।
পরে পদবঞ্চিত নেতাকর্মী ও কাউন্সিলররা বিক্ষোভ মিছিল শেষে সন্ধ্যায় পকেট কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন। পূর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা প্রকাশ না করা ও গোপন কমিটি গঠনের প্রতিবাদ জানিয়ে বক্তব্য দেন- সভাপতি পদপ্রত্যাশী আমিনুল ইসলাম আমিন সরকার, সাধারণ সম্পাদক প্রার্থী রেজাউল করীম সেলিম।
এর আগে সকালে পৌর বিএনপির আহ্বায়ক গোলাম রব্বানী বাদলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন। প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।