ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনায় চবি শিক্ষক নিহত

সড়ক দুর্ঘটনায় নিহত চবি শিক্ষক ড. আফতাব হোসেন-ছবি: সংগৃহীত

চবি প্রতিনিধি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২২ | ২১:১৬ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ | ২১:১৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১নং গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত শিক্ষক চবির প্রানীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. আফতাব হোসেন। 

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে চবির ১নং গেট এলাকা থেকে মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে গুরুতর অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেকে) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাউজান হাইওয়ে পুলিশের টিএসআই কামাল উদ্দিন বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে আমরা সেখানে যাই। এলাকার মানুষ চালককে আটক করে রেখেছিল। আমরা তাকে হাটহাজারী থানায় এনেছি।

আরও পড়ুন

×