ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

লিভার প্রতিস্থাপন হলে বাঁচবেন শাহীন

লিভার প্রতিস্থাপন হলে বাঁচবেন শাহীন

শাহীন আলম

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২০ | ১০:২৪

ঈশ্বরদীর পার্শ্ববর্তী হযরতপুর বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী শাহীন আলমের (৪২) শরীরে বাসা বেঁধেছে কঠিন ব্যাধি।শাহীন লক্ষ্মীপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত ইসমাইল মাস্টারের ছেলে। পাঁচ বছর আগে লিভার জন্ডিসে আক্রান্ত হন তিনি। এরপর থেকে ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। 

চিকিৎসকরা বলছেন, বর্তমানে তার লিভারের ৭৫ ভাগই নষ্ট হয়ে গেছে। এক মাস ধরে মুমূর্ষু অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী অধ্যাপক ডা. মো. খালেকুজ্জামান সরকার কাজলের তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন শাহীন। দু-এক দিনের মধ্যে তাকে ভারতের ভেলুর সিএমসি হাসপাতালে অপারেশনের মাধ্যমে লিভার প্রতিস্থাপন করার পরামর্শ দেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে আত্মীয়স্বজনের মধ্যে অনেকে লিভার দান করতে রাজিও হয়েছেন। এখন ভেলুরে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে লিভার প্রতিস্থাপন করার প্রস্তুতি চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, শাহীনের লিভার প্রতিস্থাপন করতে প্রায় ৫৫ লাখ টাকা ব্যয় হবে। তবে তার মতো ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে বিশাল এই ব্যয় বহন করা কোনোভাবেই সম্ভব নয়। 

এরই মধ্যে শাহীনের সহায়-সম্বল বিক্রি করে এবং পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও বন্ধুদের সহযোগিতায় মাত্র ১৫ লাখ টাকার সংকুলান হয়েছে। অষ্টম শ্রেণির ছাত্র একমাত্র সন্তানকে নিয়ে শাহীনের স্ত্রী রাশিদা আক্তার সাথী এই অবস্থায় চরম দুর্ভাবনায় পড়েছেন। বাকি প্রায় ৪০ লাখ টাকার ব্যবস্থা না হলে শাহীনকে বাঁচানোর আশা নেই। এই অবস্থায় শাহীনকে বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারের প্রতি অর্থ সাহায্যের আবেদন জানানো হয়েছে। 

সাহায্য পাঠানোর ঠিকানা- মো. ফুরকান আলী মুন্সি, সঞ্চয়ী হিসাব নং-০২০০০১৫০১১৪২৭, অগ্রণী ব্যাংক লি. গোপালপুর শাখা। প্রয়োজনে ০১৭৬১৮৫৭৬৮৩ নম্বর মোবাইলে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন

×