ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

টেকনাফে 'বন্দুকযুদ্ধে' নিহত ২

টেকনাফে 'বন্দুকযুদ্ধে'  নিহত ২

টেকনাফ (কক্সবাজর) প্রতিনিধি

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০১৯ | ২১:৪৭ | আপডেট: ০১ অক্টোবর ২০১৯ | ০৩:৫৮

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তারা মাদক ব্যবসায়ী ছিলেন।

মঙ্গলবার ভোরে টেকনাফের উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-টেকনাফের উত্তর শিলখালী গ্রামের উলা মিয়ার ছেলে মোহাম্মদ আমীন (৩৭) ও মৌলভী পাড়ার মোহাম্মদের ছেলে হেলাল উদ্দিন (২১)। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, আগে ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মঙ্গলবার ভোরে উত্তর শীলখালী পাহাড়ি এলাকায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যায় পুলিশের একটি দল। এসময় গ্রেফতার দলের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে তাদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশও অত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় ওই দুইজনককে উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠালে সেখানে তাদের মৃ্ত্যু হয়। 

ওসি জানান, এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুইটি এলজি, সাত রাউন্ড শর্টগানের তাজা কার্তুজ এবং পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক টিটু চন্দ্র শীল বলেন, পুলিশ গুলিবিদ্ধ দুইজনকে নিয়ে আসেন। তাদের একজনের শরীরে দুটি, আরেকজনের তিনটি গুলির আঘাত রয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 


আরও পড়ুন

×