আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

আতর আলী লস্কর
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৩:০০
মাগুরার মহম্মদপুর ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই মেম্বার প্রার্থীর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আতর আলী লস্কর (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের উরুরা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আতর আলী লস্কর একই গ্রামের মৃত রজব আলী লস্করের ছেলে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকার বিভিন্নস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত সন্দেহে সাইফুল মোল্যা ও আল আমিন নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা টুকু মিয়া জানান, গত বছরের নভেম্বর মাসে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে একই এলাকা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনির মোল্যা এবং বর্তমান মহম্মদপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুল ইসলাম মেম্বর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ওই নির্বাচনে মনিরুল ইসলাম বিজয়ী এবং মনির মোল্যা পরাজিত হন। সেই থেকে উভয় প্রার্থীর কর্মীরা দু’টি ভাবে বিভক্ত হয়ে পড়েন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মাঝে মধ্যেই উভয় নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং বাড়ি-ঘর ভাংচুরের ঘটনা সংগঠিত হত। এরই জের ধরে শুক্রবার বিকেলে স্থানীয় বেথুলিয়া বাজারের চায়ের দোকানে মনির মোল্যার ভাতিজা রাজা মিয়ার সাথে বর্তমান ইউপি সদস্য মনিরুল মিয়া সমর্থিত লাল মিয়ার ছেলে রেজাউল এবং রকিবুলের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি সামাল দেয়। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং বসতবাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। ফের পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি মোকাবিলা করে। এদিন বিকেলে পাশ্ববর্তী কানুটিয়া হাটে কৃষক আতর লস্কর সাংসারিক নিত্য প্রয়োজনীয় বাজার করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা মনিরুল মেম্বারের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্নস্থানে আঘাত করলে তিনি রাস্তায় লুটে পড়েন। পরে হাটের লোকজন তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নেওয়ার পরামর্শ দেন। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোমবার ভোরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য সাইফুল ও আল আমিন নামের দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।