ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'ক্যারিঅন' পদ্ধতি বহাল দাবিতে বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

'ক্যারিঅন' পদ্ধতি বহাল দাবিতে বগুড়ায় মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়া ব্যুরো

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২০ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ | ০৯:২০

'ক্যারিঅন' পদ্ধতি বহাল রাখার দাবিতে বগুড়ায় দুই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন। সোমবার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ঢাকা-রংপুর মহাসড়কে এই বিক্ষোভ করেন।

জানা যায়, আগে মেডিকেল শিক্ষার্থীরা কোন একটি বর্ষে একটি বিষয়ে অকৃতকার্য হলেও পরের বর্ষে উন্নীত হওয়ার সুযোগ পেতেন। একাডেমিক পরিভাষায় যাকে 'ক্যারিঅন' বলা হয়। কিন্তু ২০২১-২২ শিক্ষাবর্ষ থেকে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) ওই প্রথা বাতিল করে 'সিজিপিএ' পদ্ধতি চালু করে।

শিক্ষার্থীরা এই নতুন পদ্ধতির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, সিজিপিএ পদ্ধতি মেডিকেল শিক্ষায় বৈষম্যসহ শিক্ষার্থীদের মধ্যে বিভেদ বাড়াবে। আগের পদ্ধতিতে যে কোনো বর্ষে কোনো বিষয়ে অকৃতকার্য হলেও তারা পরবর্তী বর্ষে একই ব্যাচে পড়ার সুযোগ পেতেন এবং পরের বছর ওই বিষয়ে আবার পরীক্ষা দিতে পারতেন। তবে নতুন গ্রেডিং পদ্ধতিতে সে সুযোগ রাখা হয়নি। সেই সঙ্গে এ, বি ও সি গ্রেড চিকিৎসকদের মধ্যে বৈষম্য সৃষ্টি করবে।

আরও পড়ুন

×