ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

খুলনায় বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২

খুলনায় বিএনপি নেতাসহ গুলিবিদ্ধ ২

প্রতীকী ছবি

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৮ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২২ | ১১:২৮

খুলনার দৌলতপুরে বিএনপি নেতা রিয়াজ শাহেদ ও তার ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার রফিকুল ইসলাম সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিএল কলেজের ২নং গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত রিয়াজ শাহেদ দৌলতপুর থানার ৭নং ওয়ার্ড বিএনপির আহবায়ক।

দৌলতপুর থানা পুলিশ জানায়, রিয়াজ শাহেদ ও রফিকুল ইসলাম মোটরসাইকেলে করে দৌলতপুর থেকে বিএল কলেজের সামনে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে আসা সন্ত্রাসীরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই দুইজন গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

দৌলতপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীদের গ্রেপ্তার করা যায়নি।

আরও পড়ুন

×