ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মাগুরায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

মাগুরায় ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

আটক তিন ব্যক্তি

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০২:১২ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ০২:১২

মাগুরায় সদর থানা পুলিশ ৯ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন-শহরতলীর কলকলিয়া পাড়ার মাজেদ বিশ্বাসের ছেলে রাজন বিশ্বাস (৩০), বাটিকাঙ্গা এলাকার আব্দুল মজিদের ছেলে আব্দুল আলিম (৪৫) ও একই এলাকার আলম করিকরের ছেলে বিল্লাল হোসেন (৩৬)।

বুধবার রাতে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে সদর থানা পুলিশ বিষয়টি জানায়।

মাগুরা সদর থানার (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, অভিযান চালিয়ে রাজন, আলিম ও বিল্লাল নামে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আলিম মোল্ল্যার বাড়ির গোয়াল ঘর থেকে ৮ কেজি এবং শহরের মোল্ল্যা পাড়া এলাকা থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে মাগুরা সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন

×