ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

নেত্রকোনায় কিশোরকে কুপিয়ে হত্যা

নেত্রকোনায় কিশোরকে কুপিয়ে হত্যা

 নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৯ | ২৩:৩৯

নেত্রকোনার দুর্গাপুরে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে উপজেলা সদরের পুলিশ মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত কাউসার (১৮) উপজেলার গুজিরকোনা গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির সহ-সভাপতি ইমাম হাসান আবু চানসহ পাঁচজনকে আটক করেছে।

স্থানীয়রা জানান, দুর্গাপুরের চন্ডিগড় ইউনিয়নের গুজিরকোনা গ্রামের কিশোর কাউসারের সঙ্গে বেশ কিছুদিন ধরে একই এলাকার সুসং ডিগ্রি কলেজের ছাত্র মেহেদী হাসান সাহসের বিরোধ চলছিল। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পুলিশ মোড়ে মেহেদী হাসান সাহসের নেতৃত্বে কিছু যুবক কাউসারের ওপর হামলা চালায়। হামলাকারীরা কাউসারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এলাকাবাসী তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ জেলা বিএনপির সহ-সভাপতি চন্ডিগড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমাম হাসান আবু চানসহ পাঁচজনকে আটক করেছে।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

×